জয় দিয়ে মৌসুম শুরু বার্সেলোনা-ম্যানচেস্টার সিটির

বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি
ফুটবল
এখন মাঠে
0

জয় দিয়ে মৌসুম শুরু করেছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি। একপেশে ম্যাচে মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। আর উলভসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যান সিটি।

ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির হয়ে উদ্বোধনী ম্যাচেই জোড়া গোল পেয়েছেন আর্লিং হালান্ড। ম্যাচের ৩৪ মিনিটে স্কোরশিটে নাম তুলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

মিনিট তিনেক পর উলভসের জালে বল জড়ান তিজানি রেইনডার্স। ২-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় সিটি। ম্যাচের ৬১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন হালান্ড।

আর ৮১ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন সিটির নতুন সাইনিং রায়ান চেরকি। এদিকে লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার হয়ে গোল পেয়েছেন দলের দুই তারকা রাফিনহা এবং লামিনে ইয়ামাল।

ম্যাচের ৭ মিনিটেই গোল করেন রাফিনহা। ২৩ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন ফেরান তোরেস। আর ম্যাচের একেবারে শেষ সময়ে ইয়ামালের গোলে নিশ্চিত হয় বার্সেলোনার ৩-০ গোলের জয়।

সেজু