গেল মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ের পথে ২৯ গোল এবং ১৮ অ্যাসিস্ট ছিল মিশরীয় এই তারকার। সেই সুবাদেই ইংলিশ ফুটবলের প্রেস্টিজিয়াস 'প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন' পিএফএ-এর সেরার স্বীকৃতি পেলেন সালাহ।
৩৩ বছরে এসে রেকর্ড ৩য় বার এই শ্রেষ্ঠত্ব পেলেন তিনি। এর আগে ২০১৮ এবং ২০২২ সালে পিএফএ বর্ষসেরা তারকা ছিলেন সালাহ।
সালাহ ছাড়াও দুইবার করে পিএফএ বর্ষসেরা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি, গ্যারেথ বেলসহ মোট ছয় ফুটবলার।
২০২৫ সালে এসে তাদের সবাইকে ছাড়িয়ে সবচেয়ে বেশিবার পিএফএ'র শ্রেষ্ঠত্ব পেলেন মোহাম্মদ সালাহ।