সৌদি লিগে শিরোপার জন্য অপেক্ষা বাড়লো ক্রিশ্চিয়ানোর

ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবল
এখন মাঠে
0

সৌদি লিগে শিরোপার জন্য অপেক্ষা বাড়লো ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি সুপার কাপে আল-আহলির কাছে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরেছে তার দল আল-নাসর। ম্যাচে এদিন ৪১তম মিনিটে পেনাল্টিতে গোলও পেয়েছিলেন রোনালদো।

আল-নাসরের জার্সিতে এটি ছিল তার শততম গোল। যদিও প্রথমার্ধ শেষের আগেই আল-আহলিকে সমতায় ফেরান ফ্র্যাংক কেসি। এরপর মার্সেল ব্রোজোভিচের গোলে ৮৩ মিনিটে লিড পেয়ে যায় রোনালদোর দল।

আরও পড়ুন:

তবে ম্যাচের অন্তিম সময়ে স্কোরলাইনে ২-২ সমতা নিয়ে আসেন রজার ইবানেজ। ম্যাচ চলে যায় পেনাল্টিতে। টাইব্রেকারে আল-আহলির প্রত্যেকে গোল পেলেও মিস করে বসেন আল-নাসরের আব্দুল্লাহ আলখাইবারি। আর তাতেই ৫-৩ ব্যবধানের টাইব্রেকারের জয় নিশ্চিত হয় আল-আহলির জন্য।

এএইচ