টেবিলের তলানীর দিকে থাকা মায়োর্কাকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি টেবিল টপার রিয়াল মাদ্রিদের।
যদিও ১৮ মিনিটে ম্যাচে লিড নেয় মায়োর্কাই। প্রথমার্ধেই পরপর দুই মিনিটে আরদা গুলার আর ভিনিসিয়াস জুনিয়র দুই গোল করে দলকে লিড এনে দেন। ২-১ স্কোর লাইনেই শেষ হয় ম্যাচ।
একই রাতে শুরুতে লিড নিয়েও আলাভেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে অ্যাতলেটিকো মাদ্রিদ।
আরও পড়ুন:
এদিকে বুন্দেসলিগায় গ্যানাব্রি-লুইস ডায়াজদের নৈপুণ্য অগসবুর্গকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। সিরি আ'য় লফটাস চেক আর পুলিসিচের গোলে লিচকে ২-০ গোলে হারিয়েছে এসি মিলান।
তবে গোলবন্যা বয়েছে লিগ ওয়ানে। জোয়াও নেভেসের হ্যাটট্রিক আর ওসমান দেম্বেলের জোড়া গোলে তুলুজের বিপক্ষে ৬-৩ গোলের বড় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।