শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশনার পর কিছু শিক্ষার্থী হল ছাড়লেও, বেশিরভাগ শিক্ষার্থী হলেই অবস্থান করছেন।
আরও পড়ুন:
৬ দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা ১১টার পর জব্বারের মোড়ে অবস্থান নিয়েছেন।
তারা জানায়, আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। দাবি মেনে নেয়া না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।