সেনাবাহিনীর বিশেষ বিমানে নেপাল থেকে কাল দেশে ফিরবে ফুটবল দল

দেশ ছেড়ে যাওয়ার আগে বাংলাদেশ ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
1

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের সবুজ সংকেত মেলায় আগামীকাল (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এখন টেলিভিশনকে এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। তিনি জানান, শুধু খেলোয়াড়রা নয়, একই বিমানে ফিরবেন নেপালে আটকে থাকা ক্রীড়া সাংবাদিকরাও।

এশিয়ান কাপ বাছাইপর্বে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে মহাবিপদে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নিজেদের লক্ষ্য পুরোপুরি পূরণ তো হয়নি উল্টো টিম হোটেলে বন্দী অবস্থায় শঙ্কার মধ্যে দিন পার করছেন জামাল ভূঁইয়ারা।

তবে আটকে পড়া ফুটবল দলসহ ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর বাফুফের পাশাপাশি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে উড়িয়ে আনা হবে নেপালে ফুটবল দলের সঙ্গে সফর করা সবাইকে। এখন টিভিকে একান্ত সাক্ষাতকারে বিষয়টি নিশ্চিত করেছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।

তিনি বলেন, ‘অ্যাম্বাসেডর জানালেন, পরিস্থিতি আগের তুলনায় অনেক শান্ত হয়ে এসেছে। আমাদের ফুটবল টিম, কোচ, অফিশিয়াল এবং ১১ জন সাংবাদিক আছেন। সবমিলে ৫৬ জন নিরাপদেই হোটেলে অবস্থান করছেন। আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ প্রস্তুত আছেন। আমাদের ফুটবল টিমকে উদ্ধার করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়ার জন্য যা ব্যয়ভার তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বহন করবো।’

আরও পড়ুন:

নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোতে বাংলাদেশের দুটি প্রীতি খেলার বিষয়টি দুই মাস আগেই নিশ্চিত হয়। তবে নেপালে অস্থিরতা শুরু হয় এর অনেকদিন পর। যে কারণে না জেনেই এমন সংকটের পথে হেঁটেছে বাংলাদেশ। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরও বেশি সতর্ক হওয়ার কথা বলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান তুষার।

তিনি বলেন, ‘আমাদের অ্যাম্বাসি সবার সঙ্গেই যোগাযোগ করে গিয়েছেন। তখন অবস্থা ভালো ছিল বলেই গিয়েছে এবং প্রথম ম্যাচ হয়েছে। একটা ঘটনা ঘটেছে তখন তাৎক্ষণিক যে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এরপর কোথাও যাওয়ার আগে আমরা আরও ভালোভাবে নিশ্চিত করবো নিরাপত্তা আরও বেশি নিশ্চিত করার।’

গেল ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল যায় বাংলাদেশ। উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে একটি ম্যাচ না খেলেই ফিরতে হচ্ছে জামাল-তপুদের।

এসএস