ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তুরস্কের ক্লাবে যোগ দিয়েছেন আন্দ্রে ওনানা

আন্দ্রে ওনানা
ফুটবল
এখন মাঠে
0

ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন আন্দ্রে ওনানা। ক্লাবটিতে ২০২৫-২৬ মৌসুমের বাকি সময় ধারে খেলবেন ২৯ বছর বয়সী এ গোলরক্ষক। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) তুরস্কের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এ চুক্তি সম্পন্ন হয়।

ধারণা করা হচ্ছে এবারের প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে দলে না থাকায় ম্যানইউ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন ক্যামেরুনের এ গোলরক্ষক।

আরও পড়ুন:

এরিক টেন হাগের অধীনে ২০২৩ সালে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে যোগ দেন ওনানা। ‌ইউনাইটেডের জার্সিতে তিনি ১০২ ম্যাচ খেলেছেন এবং ২০২৪ সালে এফএ কাপজয়ী দলের অংশ ছিলেন। এ মুহূর্তে ইউনাইটেডের গোলরক্ষক হিসেবে রয়েছেন ল্যামেন্স, আলতায় বাইন্দির এবং টম হিটন। তাদের নিয়েই রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে রুবেন আমোরিমের শিষ্যরা।

ইএ