আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বাসের ড্রাইভার মো. আলতাফ (২৫), হেল্পার মো. সাগর (২৪) ও ড্রাইভারের সহযোগী মো. রাব্বি (২১)।
আরও পড়ুন:
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ জানান, গতকাল (বুধবার, ১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের ছাত্রী (২৬) ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যেতে সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এ কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
তিনি জানান, পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারী শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে।
এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ঘটনা জানতে পারে বলেও জানান তিনি।





