বিশ্বকাপ ইস্যুতে বিসিবির পাশে দাঁড়ালো পাকিস্তান

বিসিবি ভবন ও পিসিবির লোগো
ফুটবল
এখন মাঠে
0

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে পিসিবি। এদিকে বিশ্বকাপে অংশ নেবে কি না বাংলাদেশ ক্রিকেট দল তা জানতে বিসিবিকে সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। যদিও এধরনের কোনো তথ্য নেই বলে জানিয়েছে বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার ইস্যু ডালপালা মেলছে সময়ের সঙ্গে সঙ্গে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সমাধান না আসলেও বিসিবি পাশে পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। পাকিস্তানি গণমাধ্যম বলছে, বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টিকে সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট দল।

এর আগেও পিসিবি জানিয়েছিলো, বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে চায় তারা। যদিও এ বিষয়ে পরে আর আলোচনা আগাতে দেখা যায়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের খবরের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কার বার্তাই দিচ্ছে।

আরও পড়ুন:

ভারতের গণমাধ্যম বলছে, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে কি না তা জানতে বিসিবিকে সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। ২১ জানুয়ারির মধ্যে বিসিবি যদি তাদের বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত না করে তাহলে বাংলাদেশের জায়গায় আসতে পারে বিকল্প কোনো দল। তারা আরও জানিয়েছে, র‌্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে অংশ নেয়া সেই দলটি হতে পারে স্কটল্যান্ড।

তবে বিসিবি বলছে, আইসিসির বেঁধে দেয়া সময়সীমার বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। তারা এখনও ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড়। বাংলাদেশের বিশ্বকাপ খেলার পুরোপুরি ইচ্ছা আছে তবে সেটা ভারতে নয়।

এফএস