দ্বিতীয় কোয়াটারে হংকংয়ের বাধা টপকে ফিল্ড গোল বাংলাদেশকে এগিয়ে দেয় দ্বীন ইসলাম। এরপর ২৬ মিনিটে আবারও দলের হয়ে নিজের দ্বিতীয় গোল করেন দ্বীন ইসলাম।
তৃতীয় কোয়ার্টারে হাসান অমিত গোল করলে শেষে আর ব্যবধান কমাতে ব্যর্থ হয় হংকং। দুই গোল এবং পুরো ম্যাচে দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের দ্বীন।
এ পুলে হংকং ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। এ মুহূর্তে ৩ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশে পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৫ জুলাই।