ক্রীড়া উন্নয়নের নতুন ঠিকানা ত্রিশালের মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিশেষ সভা
অন্য সব খেলা
এখন মাঠে
0

আধুনিক প্রশিক্ষণ আর ক্রীড়া উন্নয়নের নতুন ঠিকানা হতে যাচ্ছে ত্রিশালের মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। প্রায় ১০ হাজার কোটি টাকার প্রকল্পের প্রথম ধাপে কাজ শুরু হবে ইনডোর স্টেডিয়াম নির্মাণের মধ্য দিয়ে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিশেষ সভা শেষে জানিয়েছেন মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবীর। এদিকে আবারো পিছিয়েছে বাংলাদেশ গেমস ও যুব গেমসের সময়।

দেশের ক্রীড়ার মান উন্নয়ন ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হচ্ছে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। সেনাবাহিনীর ১৭৩ একর জমির ওপর নির্মাণ হতে যাওয়া এই প্রকল্প তত্ত্বাবধান করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিভিন্ন ডিসিপ্লিনের জন্য অনুশীলন, খেলাধুলা ও খেলোয়াড়দের আবাসন সুবিধা থাকছে এখানে।

আজ দুপুরে এ নিয়ে ইনহাউজ সভায় বসে বিওএ ভেন্যু পরিদর্শনসহ বিভিন্ন দিক নিয়ে হয় আলোচনা। এই কমপ্লেক্সে থাকছে ৩১টি ডিসিপ্লিনের সুবিধা। তবে প্রাথমিকভাবে ২১টি নিয়ে শুরু হবে নির্মাণ কাজ।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবীর বলেন, ‘এই কমপ্লেক্সে থাকছে ৩১টি ডিসিপ্লিনের খেলার পরিকল্পনা রয়েছে। বাজেটের উপর নির্ভর করে আমরা একটা ইনডোর স্টেডিয়াম করছি। যেখানে ২১টি খেলার মধ্যে ১৯ টি শুরু করতে পারবো।’

১০ হাজার কোটি টাকার বাজেটের প্রাথমিকভাবে ইনডোর কমপ্লেক্সের জন্য ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। বড় বাজেটের প্রকল্প অর্থ সংস্থান হবে কোথা থেকে জানালেন এই কর্তা।

মহাপরিচালক বলেন, ‘আপাততভাবে আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনে ও বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে কাজ শুরু করেছি। তবে বাজেটের ব্যাপারে কাজ চলছে।’

এদিকে আবারো পিছিয়েছে বাংলাদেশ গেমস ও যুব গেমসের সময়। কী ভাবছে সংস্থাটি?

মহাপরিচালক আরও বলেন, ‘বাংলাদেশ গেমস আগামী বছরের মার্চ মাসে হতে পারে যদি সব ঠিকঠাক থাকে। যুব গেমস ২০২৭ সালে প্ল্যান করেছি।’

এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি'সহ সাউথ এশিয়ান গেমসে জন্য প্রস্তুতি চলছে বলে জানান এ বি এম শেফাউল কবীর। টুর্নামেন্টের শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।

সেজু