বুধবার (৩০ জুলাই) রাত থেকে চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি। তবে আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) সকাল ৮টার পর থেকে মুষলধারে বৃষ্টিতে নগরীর বেশ কিছু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা।
কোথাও হাঁটু পানি আবার কোথাও গোড়ালি পর্যন্ত তলিয়ে যায় চকবাজার, বহদ্দারহাট ও আগ্রাবাদসহ বেশ কিছু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। সড়কে যানবাহন কম থাকায় বাধ্য হয়ে বাড়তি ভাড়া গুণতে হয় গন্তব্য পৌঁছাতে।
স্থানীয়রা বলছেন, যেসব এলাকায় এখনও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হয়নি সেসব এলাকায় পানি নামছে ধীরগতিতে।
বরিশালে সকাল থেকে গুমট আবহাওয়া থাকলেও বেলা ১২টার পর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ছাতা মাথায় দিয়েই গন্তব্যে ছুটতে হয় নগরবাসীকে। এতে সড়কে যাতায়াতে পোহাতে হচ্ছে ভোগান্তি আর গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। এই বৃষ্টিপাত আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, টানা বৃষ্টিতে জলবদ্ধতার কবলে কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক শ’ বাড়িঘরের বাসিন্দারা।