বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে খুলনার শেরেবাংলা রোডে শেখবাড়ি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
বিক্ষুব্ধরা অভিযোগ করেন, বাড়িটি অনিয়মের কেন্দ্র ছিল। অন্যদিকে, বরিশালের কালীবাড়ি রোডে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্র জনতা।
একইভাবে ভাঙচুর হয় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনও। বিক্ষুব্ধদের দাবি, দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা নেতাকর্মীদের উসকে দিচ্ছেন বিভিন্ন কর্মসূচিত মাধ্যমে, তার প্রতিবাদেই এ হামলা।
স্বৈরাচার মাথাচাড়া দিয়ে যেন না উঠতে পারে সেদিকে সকলের দৃষ্টি রাখার আহ্বান জানান বিক্ষুব্ধ জনতা।