রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানার সন্ধান, গোলাবারুদ উদ্ধার

এখন জনপদে
0

রাঙামাটির কাউখালীর পানছড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রসীত খীসার ইউপিডিএফের শীর্ষ স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ (শুক্রবার, ৭ মার্চ) বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ মূল দলের গোপন আস্তানা থেকে গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ১৭ রাউন্ড গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদ। 

অভিযান চলাকালে ইউপিডিএফের পক্ষে কিছু সংখ্যক পাহাড়ি নারী বিক্ষোভ করে। বিক্ষোভকালে সেনাদের কাজে বাধা দেয়া, আটককৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেয়ার চেষ্টাও করে তারা। 

এ সময় সেনাবাহিনী নিজ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সেজু