সড়ক দুর্ঘটনায় নিহতের গুজবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ

দেশে এখন
এখন জনপদে
0

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।

এসময় বিক্ষুব্ধরা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এতে ওই পথে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাত সাড়ে আটটায় বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-গাছা) ফাহিম আসজাদ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হন শাহীন (৩০) নামে এক পথচারী (ভবঘুরে)।

তাকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা ওই আহত ব্যক্তির মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।

এসময় তারা বিআরটি প্রকল্পের আওতাধীন ফুটওভার ব্রিজগুলো পথচারী পারাপারের জন্য খুলে দেয়ার দাবি জানান। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাত সাড়ে আটটায় মহাসড়ক থেকে বিক্ষুব্ধরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সেজু