গাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
এখন জনপদে
0

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইয়ানুর (২) ও হাবিব (২)।

নিহত ইয়ানুরের পিতা মো. আজাদ জামালপুর জেলার বাসিন্দা এবং হাবিবের পিতা মো. আমির হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়। উভয় পরিবারই কোনাবাড়ী এলাকার আমবাগ পশ্চিমপাড়ার আফসার হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

আরও পড়ুন:

স্থানীয়রা জানায়, বিকেলে দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পেছনে চলে যায়। এরপর দীর্ঘ সময়েও তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত ডোবায় শিশু দুটির দেহ ভেসে উঠে। স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোনাবাড়ি থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে শিশু দুটির মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

এসএস