শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরের বটতলায় এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, ঢাক-ঢোল, গরুর গাড়ি, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশ নেয় সর্বস্তরের মানুষ।
পরে কালেক্টরেট চত্বর বটতলায় জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় বাংলার লোকসংঙ্গীত ও নৃত্য পরিবেশন করে শিল্পীরা।
বাংলার প্রাণের উৎসবে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেয়।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন উপজেলাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ।