আজ (সোমবার, ১৪ এপ্রিল) দুপুরে নাটোর আদালতের গ্রিল কেটে চুরি হওয়া মালখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় রাজশাহী রেঞ্জ ডিআইজি বলেন, 'জেলা প্রশাসক কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীদের প্ররোচনায় মালখানা থেকে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই আমরা পুলিশ সদস্যসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে রিমান্ডে নিয়েছি।'
পরিদর্শনের সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান, 'নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।'
আরো পড়ুন:
গত বৃহস্পতিবার নাটোর আদালতের মালখানা থেকে ৬১ লাখ টাকাসহ স্বর্ণালংকার ও রোপা চুরি হয়। এখন পর্যন্ত চুরি হওয়া ৬১ লাখ টাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ ভরি রুপা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বরখাস্ত পুলিশ সদস্য ও অপর এক পুলিশের স্ত্রীসহ ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর দায়িত্বে অবহেলায় বরখাস্ত করা হয়েছে ২ পুলিশ সদস্যকে।