এর আগে, গত ২৯ ডিসেম্বর এই অবৈধ কারখানাটি নিয়ে এখন টেলিভিশনে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই, পরিবেশবাদী বিভিন্ন সংগঠনসহ সচেতন নাগরিকরা তৎপর হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফুলবাড়িয়া গ্রামে অবৈধভাবে গড়ে উঠা ব্যাটারি ফ্যাক্টরিটি দীর্ঘদিন ধরে এলাকার ফসলি জমিসহ আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি করে আসছিল। যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ফ্যাক্টরিটি স্থায়ীভাবে বন্ধের জন্য দাবি জানিয়ে আসছে।
আজ ক্ষতিকর এই ফ্যাক্টরিটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।