শেরপু‌রে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

বজ্রপাতের প্রতীকি
এখন জনপদে
0

শেরপু‌রে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টের পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১ মে) শেরপুর সদর ও না‌লিতাবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা বানু (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ ১১টায় নলকূপে পানি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত তারা বানু সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দী গ্রামের কাজীমদ্দীর (৮০) স্ত্রী। তার দুই ছেলে রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় নলকূপে পানি আনতে যান তারা বানু। সেই নলকূপে মটর চালিত পাম্পের সাথে বিদ্যুৎ সংযোগ ছিল। সেসময় তিনি পানি নেয়ার জন্য নলকূপে চাপ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারা বানুকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।

অপর ঘটনায়, শেরপু‌রের না‌লিতাবাড়ী‌তে বজ্রপাতে গোলাম মোস্তফা (৬৫) না‌মে এক কৃ‌ষি শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা যায়, আজ দুপুর ২টায় উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও গ্রামে জমিতে ধান কাটতে যায় গোলাম মোস্তফা। এসময় মুষলধারে বৃষ্টি শুরু হয়।

ধান কাটা অবস্থায় আকস্মিক বজ্রপাতে গুরতর আহন তিনি। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে না‌লিতাবাড়ী স্বাস্থ‌্য কমপ্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত ডাক্তার তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। তিনি না‌লিতাবাড়ী‌র কলসপাড় ইউনিয়নের পাঁচগাও গ্রা‌মের মৃত আব্দুল ক‌রি‌মের ছে‌লে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

এসএস