নেত্রকোণায় ধানক্ষেত থেকে স্বেচ্ছাসেবক দল কর্মীর মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের কর্মী রুবেল মিয়া
আইন ও আদালত
এখন জনপদে
0

নেত্রকোণার পূর্বধলা উপজেলার চন্দরা বিলের ধানক্ষেত থেকে রুবেল মিয়া (২৭) নামের স্বেচ্ছাসেবক দলের কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ মে) বিকেলের দিকে স্থানীয়রা ওই বিলের ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুবেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী ও পেশায় একজন মোটরসাইকেল চালক। ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি একই উপজেলার বৌদি পূর্বপাড়া এলাকায়।

তিনি ওই গ্রামের আবুল কাশেমেরে ছেলে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।

বুধবার (৭ মে) রাত একটার পর থেকে নিখোঁজ হন রুবেল। এ নিয়ে বিভিন্ন ফেসবুক পেজের বিভিন্ন হেল্পলাইনে সন্ধান চেয়ে স্থানীয়রা অনেকে পোস্ট করেন।

পূর্বধলা থানার ওসি তদন্ত মিন্টু দে জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সেজু