টাঙ্গাইলের সখিপুরে কক‌টেল বিস্ফোরণ; দুই ভাই আহত

টাঙ্গাইল
বিস্ফোরিত হওয়া ককটেল
এখন জনপদে
0

টাঙ্গাইলের সখিপুরে ককটেল বিস্ফোরণে দুই ভাই আহত হয়েছেন। এ ঘটনায় ইমন নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টার দি‌কে উপ‌জেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ির বা‌রো মন্ড‌লিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হ‌লেন, উপ‌জেলার তৈইলধারা গ্রা‌মের আবু সাঈদের ছে‌লে মাসুম পার‌ভেজ মায়া ও মঞ্জ‌ুরুল ইসলাম মো‌র্শদ। এসময় মায়ার ছে‌লে স‌নেট মোটরসাইকেলে থাক‌লেও সে আহত হয়‌নি। আহত মাসুম পার‌ভেজ মায়া ও মঞ্জ‌ুরুল ইসলাম মো‌র্শদ‌কে ঢাকার ল্যাবএইড হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে মাসুম পার‌ভেজ মায়ার অবস্থা গুরুত্বর।

স্থানীয়রা জানান, ছে‌লে‌কে নি‌য়ে দুই ভাই মোটর‌সাইকেল‌যো‌গে বা‌রো মন্ড‌লিয়া থে‌কে বা‌ড়ির দি‌কে যা‌চ্ছিল। এসময় চলন্ত অবস্থায় তা‌দের ওপর পরপর চার‌টি কক‌টেল নি‌ক্ষেপ করা হয়।

মুহূর্তের মধ্যে কক‌টেলগু‌লো বিস্ফো‌রিত হ‌য়ে মোটরসাইকেলে আগুন ধ‌রে যায়। এতে আহত হয় দুই ভাই মায়া ও মো‌র্শেদ। আহত মঞ্জুরুল ইসলাম মোর্শেদ জানান, কয়েকদিন আগে স্থানীয় আসাদু‌ল নামের একজ‌নের সা‌থে তা‌দের বি‌রোধ চ‌লে আস‌ছিল। রা‌তে আসাদুল আর তার ভাই মোশারফ তাদের উপর কক‌টেল নি‌ক্ষেপ ক‌রে।

সখীপুর সা‌র্কেলের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার একেএম মামুনুর রশীদ জানান, কক‌টে‌ল হামলার ঘটনায় দুইজন আহত হ‌য়ে‌ছে। পূর্ব শত্রুতার জে‌রে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মামলা দায়ের করা হয়েছে।

এএইচ