প্রায় এক যুগ পর উৎসবমুখর পরিবেশে বিকেএমইএর নির্বাচন আয়োজন

নারায়ণগঞ্জ
বিকেএমইএর নির্বাচনে ভোট দিচ্ছেন মালিকরা
এখন জনপদে
0

প্রায় এক যুগ পর বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন শুরু হয়েছে। আজ (শনিবার, ১০ মে) সকাল ৯টায় বিকেএমইএর ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। আলাদা দুটি ভোট কেন্দ্রে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এর মধ্যে একটি কেন্দ্র ঢাকায় বাংলামোটরের বিকেএমইএ ভবন, আরেকটি নারায়ণগঞ্জের চাষারা বিকেএমইএ ভবন। এর আগে সবশেষ ২০১২ সালে এমন ভোটের আয়োজন হয় সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে।

বিকেএমইএর এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা ৫৭২জন। এর মধ্যে নারায়ণগঞ্জে ২৭২, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন। ৩৫টি পরিচালক পদে প্রার্থী ৩৮ জন। যেখানে ৩৫ জন একই প্যানেলে ভোট করছেন।

প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স নামের ওই জোটের নেতা মোহাম্মদ হাতেম। তিনি নারায়ণগঞ্জের এমবি নীটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ’র বর্তমান সভাপতি। দুদিন আগে আনুষ্ঠানিকভাবে ১৫ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স।

প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্সের প্যানেল লিডার ও সদ্য সাবেক বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকল মালিকরা ভোট দিতে আসছে। আমরা এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে চাচ্ছিলাম। আমরা এ জায়গাটাতে সফল।’

এসময় তিনি বর্তমান সরকারের জ্বালানি উপদেষ্টাকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘গ্যাস নিয়ে যে সংকট ছিল সেটির সমাধানে তারা কাজ করেছেন। উপদেষ্টা মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন চলতি মাসে অতিরিক্ত ২৫০ এমএমসিএফটি গ্যাস পাবো। আগামী মাসগুলোতেও একই পরিমাণ গ্যাস পাওয়া যাবে।’

এদিকে স্বতন্ত্র তিন প্রার্থী হলেন, বিজিএমইএর সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

বিকেএমইএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান ও মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। ভোটে নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে পরে বিকেএমইএ সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ নয়জন নির্বাচিত হবেন।

এএইচ