এই অপচেষ্টা রুখতে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশের সহযোগিতা বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে। সীমান্ত এলাকার দেশপ্রমিক জনগণ এতে সর্বতোভাবে সহযোগিতা করছেন।
আজ (শনিবার, ১০ মে) জামালপুরস্থ ৩৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সহকারি পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট কর্তৃক তাদের হোয়াটস অ্যাপস গ্রুপে প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আরো জানানো হয়েছে, সীমান্তের ওপারে বিএসএফ কর্তৃক বিভিন্ন স্থানে ছোট ছোট গ্রুপ করে এদের বাংলাদেশের অভ্যন্তরে ‘পুশ ইন’ এর অপচেষ্টা অব্যাহত রেখেছে। বিএসএফের এই অপতৎপরতা রুখে দিতে বিজিবির পাশাপাশি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে ও ৮ মে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩২ জন ব্যক্তিকে বিজিবি আটক করেছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।