নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতে নিহত কৃষক আব্দুল খালেক
এখন জনপদে
0

নেত্রকোণার দুর্গাপুরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১২ মে) সন্ধ্যায় উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ির কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে সন্ধ্যায় ধান ক্ষেতে কৃষক আব্দুল খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বজ্রপাতে আব্দুল খালেকের চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন ছিল বলে জানান স্থানীয়রা।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চণ্ডিগড় ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘আব্দুল খালেকের ছেলে-মেয়েরা ঢাকায় থাকে। তারা আসলে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেদওয়ানুল কবির জানান, নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় মাধ্যমে জানতে পেরেছি। বাকি খোঁজখবর নিয়ে সরকারি সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন।

এএইচ