করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, এ ঘটনায় আহত দুইজনকে মধুখালি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে ফরিদপুর শহরতলীর মুরারিদহ গ্রামে নিজ বাড়ির পাশে গাছ কাটার সময় গাছ থেকে পড়ে নওয়াব আলী (৬০) নামের একজন গুরুতর আহত হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।