মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জ
মোটরসাইকেল দুর্ঘটনা
এখন জনপদে
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) বেলা ১২টার দিকে উপজেলার গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘিওর থেকে হেমায়েতপুর অভিমুখে যাওয়ার পথে আশিক মিয়া তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এএইচ