নেত্রকোণায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

নেত্রকোণার খালিয়াজুড়ী থানা
এখন জনপদে
0

নেত্রকোণার হাওর উপজেলা খালিয়াজুরীতে অটোরিকশায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হেলাল মিয়া (৩২) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে হাসপাতালে ভর্তি হেলালের স্ত্রী চাইনা বেগম (৩০)।

গতকাল শুক্রবার (২৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাচারিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া স্থানীয় আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেয়ার জন্য বৈদ্যুতিক তার সংযোগের কাজ করছিলেন হেলাল। এ সময় একটি তারের প্লাস্টিক সরাতে মুখে কামড় দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অটোচালক হেলাল মিয়া। স্বামীকে বাঁচাতে স্ত্রী চায়না বেগম চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে স্বামীকে স্পর্শ করতেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল মিয়াকে মৃত্যু ঘোষণা করেন। আহত চাইনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ