ইজিবাইকচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যা

নিহত সেলিম রেজা ডাবলু
এখন জনপদে
0

যশোরে এক ইজিবাইকচালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাথা থেকে পা পর্যন্ত শরীরজুড়ে একাধিক ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম সেলিম রেজা ডাবলু (৪২)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।

আজ (রোববার, ২৫ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার চুড়ামনকাঠি ব্র্যাক অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ছোট ভাই শাহীন হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডাবলু ভাই ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। সকালে চাচা ফোন দিয়ে জানান, বড় ভাই মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ উপস্থিত।’

তিনি আরো বলেন, ‘যদি ছিনতাইয়ের উদ্দেশে হত্যা হতো, তাহলে দুই-চারটা ছুরিকাঘাত করেই ইজিবাইক নিয়ে চলে যেত দুর্বৃত্তরা। কিন্তু এখানে মাথা, বুকে, পেটে, পিঠে ও দুই পায়ে অসংখ্যবার ছুরিকাঘাত করা হয়েছে। এটি ছিনতাই নয়, পরিকল্পিত হত্যা।’

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ বলেন, ‘পুলিশ ভোরে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। মরদেহের পেটের অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য ছুরিকাঘাত রয়েছে।’

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো শত্রুতার জেরেই সেলিম রেজাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’

এনএইচ