জামিনে বের হয়ে ফের কারা ফটকে গ্রেপ্তার সাবেক মেয়র

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মোখলেসুর রহমান
আইন ও আদালত
এখন জনপদে
0

জামিনে বের হয়ে কারা ফটকে গ্রেপ্তার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মোখলেসুর রহমান। আজ (সোমবার, ২৬ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে কারাগারে থাকা অবস্থায় গতকাল রোববার (২৫ মে) আদালতের মালখানায় ভাঙচুর ও লুটপাটের মামলায় জামিন পান তিনি। মোখলেসুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র।

এর আগে, ৬ মে ভোরে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা।

৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ মামলায় সাত দিনের রিমান্ডেও ছিলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, ‘আদালতের জামিনের আদেশ পাওয়ার পর সেটি পরীক্ষা–নিরীক্ষা করে সোমবার সকালে মোখলেসুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। পরে জেল গেট থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে যায়।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, আরো একটি মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এএইচ