সরকারি চাল বিতরণে টাকা নেয়ার অভিযোগ, ১১ ইউপি সদস্য আটক

অর্থ আদায়ের অভিযোগে ১১ ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ
আইন ও আদালত
এখন জনপদে
0

পঞ্চগড়ে দরিদ্র নারীদের জন্য সরকারি সহায়তার চাল বিতরণে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ১১ ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (২৬ মে) দিবাগত রাতে বোদা উপজেলার ঝলইশালঝিড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে অবরুদ্ধ করে রাখার পর তাদের পুলিশে দেয়া হয়।

পুলিশ জানায়, ভিডব্লিউডির চাল বিতরণে কার্ডধারীদের কাছ থেকে জনপ্রতি অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ টাকা আদায়ের অভিযোগে ইউপি সদস্যদের অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

চাল বিতরণে অনিয়ম ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় ১১ ইউপি সদস্যকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করার সিদ্ধান্ত হয়। পরে নানা জটিলতার পর মধ্যরাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ (মঙ্গলবার, ২৭ মে) তাদের আদালতে তোলার কথা রয়েছে।

সেজু