পুলিশ জানায়, ভিডব্লিউডির চাল বিতরণে কার্ডধারীদের কাছ থেকে জনপ্রতি অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ টাকা আদায়ের অভিযোগে ইউপি সদস্যদের অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
চাল বিতরণে অনিয়ম ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় ১১ ইউপি সদস্যকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করার সিদ্ধান্ত হয়। পরে নানা জটিলতার পর মধ্যরাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ (মঙ্গলবার, ২৭ মে) তাদের আদালতে তোলার কথা রয়েছে।