আজ (মঙ্গলবার, ২৬ মে) ভোর ৪টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তের ১০৬৭ সীমানা পিলারের পাশের গেট খুলে দিয়ে ওই ১৪ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। কিন্তু পুশ ইন ঠেকাতে এলাকাবাসীর সঙ্গে বিজিবি কঠোর অবস্থানে থাকায় তাদের সে চেষ্টা সফল হয়নি।
জামালপুরস্থ ৩৫-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিএসএফ অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি বাধা দিয়েছে। পুশ ইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি, তারা দুই দেশের শূন্য রেখায় আছেন।’