সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ
বজ্রপাত
এখন জনপদে
1

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আমির হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৮ মে) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন ওই গ্রামের ফজল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বক্তারপুর গ্রামের পাশে হাওরের উঁচু এলাকায় ধান কাটছিলেন ফজল হক। তখন তার ছেলে আমির হোসেন দুপুরের খাবার নিয়ে হাওরের নিয়ে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন,‘হাওরের বাবার জন্য দুপুরে ভাত নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ