টাঙ্গাইলে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

টাঙ্গাইল
বিএনপির উদ্যোগে খাবার বিতরণ
এখন জনপদে
2

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। আজ (শুক্রবার, ৩০ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ময়লাহীন হক সানু, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, শহর বিএনপির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এএইচ