সন্ত্রাসী হামলার প্রতিবাদে টঙ্গীতে এনসিপির মানববন্ধন

টঙ্গীতে এনসিপির মানববন্ধন
রাজনীতি
এখন জনপদে
0

গাজীপুরের টঙ্গীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রতিনিধি মাসুদ রানার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) টঙ্গী পূর্ব থানা শাখা। আজ (সোমবার, ২ জুন) বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়।

মানববন্ধনে অংশ নিয়ে এনসিপি প্রতিনিধি মাসুদ রানা বলেন, ‘জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি সক্রিয় কর্মী ছিলাম। সে কারণে দত্তপাড়া এলাকার আওয়ামী দোসর এসকে বনি আমিন ও তার সহযোগীরা গত ৩০ মে রাতে আমার ওপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।’

তিনি আরো বলেন, ‘অভিযুক্ত বনি আমিন দত্তপাড়া এলাকায় টর্চার সেল তৈরি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালায়। সম্প্রতি আমার এক নিকট আত্মীয়কে সেই সেলে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। আমি এ ঘটনার প্রতিবাদ করলে তারা আমাকে বাসা থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় দুইজন গ্রেপ্তার হলেও মূল আসামী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আমরা অবিলম্বে তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির টঙ্গী পূর্ব থানা শাখার প্রতিনিধি সাইফ কমরেড, শেখ শাদী, নাবিল ইউসুফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার সদস্য সচিব মহসিন উদ্দিন, সদস্য রিফাত প্রমুখ।

এএইচ