ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু

ব্রাহ্মণবাড়িয়া
শতাধিক সিলিন্ডার বিস্ফোরণে তদন্ত
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ ও ট্রাকে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে চট্টগ্রাম বিস্ফোরক পরিদপ্তর। আজ (বৃহস্পতিবার, ৫ জুন) বিকেলে জেলা শহরের বিরাসার এলাকায় দুর্ঘটনাস্থল ও মধ্যপাড়া এলাকায় সিলিন্ডারের গোডাউন পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তা এস. এম. সাখাওয়াত হোসেন।

এর আগে গতকাল বুধবার (৪ জুন) ভোর ৪টার দিকে বিরাসার বাস স্ট্যান্ড এলাকায় শতাধিক এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাক কুমিল্লা-সিলেট মহাসড়কে খাদে পড়ে উল্টে গেলে সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে ট্রাকটিতে আগুন ধরে যায়।

এ সময় ট্রাকটির পেছনে থাকা একটি মাইক্রোবাসও আগুনে ভস্মীভূত হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় মহাসড়ক সংলগ্ন ৪টি দোকান ও একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। বিস্ফোরণের ঘটনা তদন্তে কর্মকর্তা নিয়োগ করে চট্টগ্রাম বিস্ফোরক পরিদপ্তর।

তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম বিস্ফোরক পরিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস. এম. সাখাওয়াত হোসেন জানান, গ্যাস সিলিন্ডার পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়নি। যেহেতু সড়কে খানাখন্দ ছিল, সেহেতু ট্রাকচালক আরো সচেতন হওয়া প্রয়োজন ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক উল্টে যাওয়ার চাপ পড়ে সিলিন্ডারের গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঈদের পরপরই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা জানান তিনি।

এএইচ