হস্তান্তর করা দুই বাংলাদেশি হলেন নেত্রকোনার কলমাকান্দার রিপন সরকার (৩৫) ও তার স্ত্রী ডলি সরকার (৩০)। আটককৃত রিপন সরকার সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার (৩ জুন) রাতে কলমাকান্দা উপজেলার কচুগড়া সীমান্ত দিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে স্বামী স্ত্রী দুজন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন।
পরদিন বুধবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মেঘালয়ের বাঘমারা ও বাংলাদেশের বিজয়পুরের শূন্য রেখায় তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
দুর্গাপুর থানা ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বিজিবি একটি মামলা দায়ের করে স্বামী-স্ত্রী দুজনকে থানায় হস্তান্তর করেছেন। আমরা আগামীকাল সকালে তাদের আদালতে প্রেরণ করবো।
উল্লেখ্য, এর গত বুধবার বিজয়পুর সীমান্ত দিয়ে পুশ ইন করে ভারতীয় বিএসএফ। এদের মধ্যে বিজিবি নারী শিশুসহ ৩২ জন ও সেনাবাহিনী আটজনকে আটক করে। গেল পাঁচ দিনে এই সীমান্ত দিয়ে সর্বমোট ৫১ জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় বিএসএফ।
এ ঘটনায় বিজয়পুর বিওপির নায়েক মো. জসিম উদ্দিন বাদী হয়ে পাসপোর্ট আদেশ ১৯৭৩ সালের ১১(১) (ক) ধারায় একটি মামলা দায়ের করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেন।