ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু পেপার চাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া
সংঘর্ষে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু পেপার চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (৯ জুন) রাতে উপজেলা সদরের পাঠানপাড়া মোড়ের এ ঘটনায় দুই ঘণ্টা সরাইল-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে এরাবিয়ান ফুচকা হাউস নামে একটি রেস্টুরেন্টে স্থানীয় কুট্টাপাড়া এলাকার রাব্বি নামে এক যুবক খাবারের পর টিস্যু পেপার চান। তখন রেস্টুরেন্টের এক স্টাফ টিস্যু পেপার ‘শেষ হয়ে গেছে’ বলে জানান। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

বিষয়টি সমাধান করতে আসলে রেস্টুরেন্টের মালিক মুজিবুর রহমানের সঙ্গে রাব্বির তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এর জেরে কুট্টাপাড়া ও পাঠানপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে তারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে সরাইল-লাখাই সড়কে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।

এনএইচ