তাহিরপুর উপজেলা প্রশাসনের তথ্য মতে, সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পটগুলোতে ইতিমধ্যে উচ্চ শব্দে সকল ধরনের গান নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
কিন্তু পর্যটকবাহী ট্রলারগুলো সেটা না মেনে টাঙ্গুয়ার হাওরের উচ্চস্বরে গান বাজিয়ে গণ উপদ্রব সৃষ্টি করে। ফলে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে গিয়ে গান বাজানোর দায়ে ৫টি ট্রলারকে ১০ হাজার টাকা ও ১টি হাউজবোটে নিষিদ্ধ প্লাস্টিক বর্জ্য ব্যবহার ও দূষণের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম বলেন, তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন স্পটে পর্যটকরা আসতে শুরু করেছেন। তবে হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি। তারমধ্যে হাওরে উচ্চ সুরে গান বাজনা করা যাবে না। পাশাপাশি হাওরকে পরিষ্কার রাখতে প্লাস্টিক বর্জ্য, বোতল ও অন্যান্য পরিবেশ দূষণকারী বর্জ্য হাওরের পানিতে ফেলা যাবে না।’
তিনি বলেন, ‘আজকে ৫টি পর্যটকবাহী ট্রলার আমাদের নির্দেশনা অমান্য করে হাওরে উচ্চ শব্দে গান বাজালে তাৎক্ষণিক আমরা তাদের জরিমানা করি ও একটি হাউজবোটকে নিষিদ্ধ প্লাস্টিক বর্জ্য ব্যবহার ও দূষণের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি।’