শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, সাগরে যাওয়ার প্রস্তুতি জেলেদের

শেষ হচ্ছে সাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা
এখন জনপদে
0

বুধবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এ কারণে সাগরে মাছ ধরতে যাওয়ার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ রাত ১২টা থেকে আবারো সাগরে নামবেন ভোলার উপকূলীয় এলাকার হাজারো জেলে। ইলিশসহ ৪৭৩ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ১৫ এপ্রিল থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার।

নিষেধাজ্ঞা শেষের খবরে অনেকটা স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে। বিগত দিনের ক্ষতি কাটিয়ে উঠবেন। আবারো জেলে, পাইকার, আড়তদারের হাঁকডাকে মুখর হয়ে উঠবে ভোলার সাগরপারের মাছ ঘাটগুলো। তাই জেলে পাড়ায় নতুন স্বপ্ন নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

৫৮ দিনের অলস সময় কাটানোর পর ভোলার দৌলতখান, চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলার উপকূলীয় ঘাটগুলোতে জেলেদের ব্যস্ততা চোখে পড়ার মতো। ট্রলার মেরামত, জাল গুছানো, বরফ সংগ্রহ ও জ্বালানি মজুদের কাজ চলছে জোরেশোরে।

দ্বীপ জেলা ভোলায় সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে এমন সরকারি নিবন্ধিত জেলের সংখ্যা ৬৫ হাজার। এর বাইরেও রয়েছে আরো ২০ হাজার জেলে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের দেওয়া হয়েছে ৪০ কেজি করে ভিজিএফ এর চাল।

ইএ