বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বিএসএফের পুশ ইন

দিনাজপুর
বিরামপুর সীমান্ত দিয়ে পুশ ইন করা ১৫ জন
এখন জনপদে
2

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে নারী-শিশু একই পরিবারের ১৪ জনসহ ১৫ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ (শুক্রবার, ১৩ জুন) রাত আড়াইটার দিকে উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৯৫/১ মেইন পিলার এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।

এদের মধ্যে ৯ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাজ্জাদুল ইসলাম।

পুশ ইন প্রাপ্তরা হলেন, মো. আশক মোল্লা (৬০) পিতা-মৃত উমর মোল্লা; মোছা. হিরিনা বেগম (৫২), স্বামী মো. আশক মোল্লা, মো. হাসু মোল্লা (৩৪) পিতা-মো. আশক মোল্লা; মো. বিল্লাল মোল্লা (১৬), মোহাম্মদ মোল্লা (১২), আহমেদ মোল্লা (৮), মোছা. রাবেয়া মোল্লা (৪) ও পিতা-হাসু মোল্লা।

এছাড়াও মো. মনির মোল্লা (৩০) পিতা. মো. আশক মোল্লা, মোছা. ঝরনা খাতুন (২৮) স্বামী মো. মনির মোল্লা, ১০। মোছা. সুমাইয়া খাতুন (১১) পিতা. মো. মনির মোল্লা, মো. আলমিন মোল্লা (৮) পিতা-মো. মনির মোল্লা, মোছা. সুমাইয়া খাতুন (৬) পিতা-মো. মনির মোল্লা, মোছা. খাদিজা খাতুন (৪) পিতা-মো. মনির মোল্লা, মো. ইব্রাহিম মোল্লা (০২) পিতা-মো. মনির মোল্লা, মোছা. তাজমা বেগম (৪০), স্বামী মৃত হাফিজুল মোল্লা। তারা সকলেই নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতল পাটি পেরল এলাকার বাসিন্দা।

আকট আশক মোল্লা জানান, তারা ২০২৪ সালের ৭ অক্টোবর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে যায়। মুম্বাই শহরে দীর্ঘদিন যাবত রাজ মিস্ত্রীর কাজ করছিলের। ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করায় চলতি মাসের ৭ তারিখে ভারতীয় পুলিশ তাদের আটক করে।

সেখানে কয়েকদিন অবস্থান করার পর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তাদের হেলিকপ্টার যোগে শিলিগুড়ি নিয়ে আসে। গতকাল সন্ধ্যার দিকে ভারতের রায়গঞ্জ গুলশি বিএসএফ ক্যাম্পে তাদের গাড়িতে করে নিয়ে আসে। রাত আড়াইটার দিকে সীমান্তে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে তাদের বাংলাদেশ ঠেলে পাঠানো হয়।

অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৯৫/১ মেইন পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন।

বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করে। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে ১৫ জন ব্যক্তিকে আসতে দেখেন তারা।এ সময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৯ জন শিশু রয়েছেন।

তিনি জানান, আটককৃতরা এক বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কাজের উদ্দেশ্যে যায়।এর পর তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

এএইচ