পৃথক তিন সীমান্তে বিএসএফের ৫১ জনকে ‘পুশ ইন’

গান্দাইল সীমান্ত
এখন জনপদে
0

পঞ্চগড়, ঠাকুরগাঁও ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে নতুন করে আরো ৫১ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ। গতকাল শুক্রবার (১৩ জুন) দিবাগত মধ্যরাত থেকে আজ (শনিবার, ১৪ জুন) ভোর পর্যন্ত তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানার ভেতর ঠেলে দেয়া হয়।

শুক্রবার দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে ‘পুশ ইনে’র সময় ২৩ জনকে আটক করে বিজিবি। এর মধ্যে ১২ জনই নারী। 

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, আটকদের তথ্য যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলছে। ভোরবেলা মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে ১২ জনকে ‘পুশ ইন’ করা হয়েছে। 

আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশের হাতে সোপর্দ করার কথা রয়েছে। এ ছাড়া পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগছ সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিকসহ ১৬ জনকে ঠেলে দেয়া হয়। 

আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের তাদের পরিবারের কাছে ও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানায় বিজিবি।

এসএইচ