চট্টগ্রামে টেলিকমকর্মী অপহরণ, নিরাপত্তাহীনতায় মোবাইল সেবাকর্মীরা

চট্টগ্রাম
এখন জনপদে
0

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে একের পর এক টেলিকমকর্মী অপহরণের ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। ৫ জুন ফটিকছড়ির লেলাং এলাকায় রবি টাওয়ার থেকে সার্বস কমিউনিকেশন লিমিটেডের দুই কর্মী নিখোঁজ হন। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখনো তাদের কোনো খোঁজ মেলেনি।

এর আগে, ১৯ এপ্রিল খাগড়াছড়ি থেকে আরও দুই টেলিকমকর্মী অপহৃত হন। এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সার্বস কমিউনিকেশন জানিয়েছে, বারবার অবহিত করার পরও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় মোবাইল সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত অপহৃতদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে প্রতিষ্ঠানটি।—প্রেস বিজ্ঞপ্তি

এনএইচ