আটক ফার্মেসি মালিক ইব্রাহিম আলীর বাড়ি পঞ্চগড় জেলা সদরের পূর্ব মোলানিপাড়া এলাকায় এবং তার ফার্মেসি শহরের ব্যারিস্টার বাজারে অবস্থিত। সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে তিনি ফার্মেসির আড়ালে এই মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ট্যাবলেটের মূল্য প্রায় ২৫ লাখ ২০ হাজার টাকা।
পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, ‘সেনাবাহিনী সারাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছে। এর অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে ওই ফার্মেসি মালিককে বিপুল পরিমাণ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ আটক করা হয়েছে।’
আটক ইব্রাহিম আলীকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।