ছদ্মবেশে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ
সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি মো. মনির হোসেন
এখন জনপদে
0

ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আলোচিত প্রদীপ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মনির হোসেন (২৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছদ্মবেশে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভার এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ এবং র‍্যাব-১ এর সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে মনিরকে ধরা হয়। আজ (শুক্রবার, ২০ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি মাজহারুল হক।

মনির হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ চারিগ্রাম এলাকার বাসিন্দা। ২০১৫ সালে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নবাবগঞ্জে তরুণ প্রদীপকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০২৪ সালের ৩০ মে আদালত মনিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

র‍্যাব জানায়, রায় ঘোষণার কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে মনির আত্মগোপনে চলে যায়। তিনি বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তারের পর মনির হোসেনকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএ