রাজু আহমেদ নাচোলের শ্রীরামপুর গ্রামের মোতালেব আলীর ছেলে। এর আগে গতকাল রোববার(২২ জুন) সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন রাজু আহমেদ। আর বাড়িতে ফেরেননি। আজ সকালে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা শফিকুর রহমান বলেন, রোববার দিবাগত রাতেও মুঠোফোনে রাজু আহমেদের মায়ের সঙ্গে কথা হয় রাজুর। কিন্তু বাড়ি ফেরেননি তিনি।
পরে রাত থেকে সকাল পর্যন্ত রাজুকে অনেক খোঁজাখুঁজি করে স্বজনরা। পরে একটি আম বাগানে রাজুর মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার কারণ জানা যাবে।