যশোরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামায়াতের জেলা সমাবেশ
এখন জনপদে
1

যশোর উপশহর ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২২ জুন) সন্ধ্যায় উপশহর প্রগতি আদর্শ মাদরাসায় জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপশহর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেন, ‘বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ভূমিকা রাখার মাধ্যমে সৎ, আল্লাহ ভীরু লোকদের ক্ষমতায় আনতে হবে।’

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর শহর আমির অধ্যাপক শামসুজ্জামান এবং সেক্রেটারি ইমরান হোসেন। সমাবেশে উপস্থিত ছিলেন

শহর কর্মপরিষদ সদস্য শাহিনুজ্জামান, শহর ওলামা বিভাগের সভাপতি মাওলানা তৌহিদুর রহমান, শিক্ষক মাহবুবুর রহমান, মাসুদুর রহমান, ইকবাল হুসাইন, কুতুব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মফিজুর রহমান।


এএইচ