সোমেশ্বরীর অস্থায়ী কাঠের সেতু থেকে আয় ৫২ লাখ টাকা

অস্থায়ী কাঠের সেতু
এখন জনপদে
0

নেত্রকোণার দুর্গাপুরের পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর ওপর নির্মিত অস্থায়ী কাঠের সেতু থেকে পাঁচ মাসে আয় হয়েছে প্রায় ৫২ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা। আজ (শনিবার, ৫ জুলাই) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি।

এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর সাদামাটির পাহাড়, বিজয়পুর, রানীখংসহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের যাতায়াত সহজ করতে ও দুর্গাপুর থেকে শিবগঞ্জে গবাদিপশু, ছোট-বড় গাড়ি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী স্বল্প সময়ের মধ্যে পারাপারের লক্ষে সোমেশ্বরী নদীর উপর কাঠ বাঁশ একটি অস্থায়ী কাঠের সেতু চালু করা হয়।

অস্থায়ী এ সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় ১৫ লাখ ৪০ টাকা। এতে যাত্রী, গবাদিপশু সম্পূর্ণ বিনামূল্যে ও ছোট-বড় গাড়ির জন্য ভাড়া নির্ধারিত করে দেয় কর্তৃপক্ষ।

ডিসেম্বর থেকে মে পর্যন্ত বিগত পাঁচ মাসে অস্থায়ী এই সেতু থেকে প্রায় হয়েছে ৫২ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা। এরমধ্যে পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ খরচ হয়েছে ১২ লাখ ৪০ হাজার ৪০ টাকা।

এছাড়াও অস্থায়ী সেতু নির্মাণকালীন খরচ ১৫ লাখ ৪০ হাজার বাদ দিয়ে এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে ২৪ লাখ ৮৭ হাজার ৬০০। এই টাকা স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছে দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি।

সেজু