অনির্দিষ্টকালের জন্য চলা এ ধর্মঘটের প্রভাব পড়েছে বাণিজ্যিক খাতে। পাশাপাশি ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন। দূরপাল্লার বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সিলেটের বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প বাহনে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
এদিকে অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রভাব পড়েছে হবিগঞ্জে। বন্ধ রয়েছে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল।
এর আগে, জেলার সকল পাথর কোয়ারি খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে গেলো শনিবার (৫ জুলাই) থেকে তিনদিনের কর্মবিরতি পালন করে পণ্য পরিবহন সংশ্লিষ্টরা। তবে দাবি আদায় না হওয়ায় তাদের সাথে আরও ৫টি পরিবহন সংগঠন সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
দাবি আদায় না হলে আগামীকাল (বুধবার, ৯ জুলাই) থেকে পুরো বিভাগে ধর্মঘটের ডাকের হুঁশিয়ারি পরিবহন মালিক শ্রমিক সংগঠনের।