ময়মনসিংহে নিখোঁজের ১ দিন পর ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নিহত দুই শিশু মো. রেজওয়ান আহমেদ ও মো. হোসাইন
এখন জনপদে
2

ময়মনসিংহ সদরের দাপুনিয়া ইউনিয়নের কাওয়ালটি গ্রামের নামাপাড়া এলাকার এক পরিত্যক্ত ডোবা থেকে নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হল মো. রেজওয়ান আহমেদ( ৬) ও মো. হোসাইন (৪)। আজ (রোববার, ১৩ জুলাই) বেল ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শিশু দুটির মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের স্বজনদের অভিযোগ শিশু দুটোকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত মো. রেজওয়ান আহমেদ( ৬) এবং মো. হোসাইন( ৪) দুজনে সম্পর্কে চাচা-ভাতিজা। গতকাল শনিবার সকাল ১০টায় বাড়ির উঠানে খেলছিল দুইজন। পরে বেলা ১২ টার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। সারাদিন খুঁজে খোজ পাওয়া না গেলে পরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাধারণত ডাইরি করে পরিবারের স্বজনরা।

নিখোঁজের একদিন পর আজ বেলা ১২টার দিকে গ্রামের আসাদুলের বাড়ির পাশের ডোবা পুকুর পাড়ে স্যান্ডেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে শিশু দুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম এখন টিভিকে বলেন, ‘শিশু দুজন পানিতে ডুবে মারা গেছে, পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ চাইলেও আমরা ময়নাতদন্ত করে পরে লাশ হস্তান্তর করছি। পরিবার থেকে কোনো অভিযোগ বা হত্যার বিষয়ে তথ্য দিলে আমরা তা খতিয়ে দেখবো।’

মৃত রেজওয়ান আহমেদের বাবা আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে মেরে ডোবায় ফেলে রেখেছে , যারা আমার ছেলেকে মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই আমি।’ মৃত দুই শিশুর বাবা ঢাকায় কাজ করতেন। ছেলের নিখোঁজের খবর শুনে বাড়িতে এসেছেন দু'জনেই।

এএইচ